খেলাধুলা

হাথুরুর চড়কাণ্ড : কিছুই জানেন না শান্ত

হাথুরুর চড়কাণ্ড : কিছুই জানেন না শান্ত


ভারত সিরিজ শেষ হতেই প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন চন্ডিকা হাথুরুসিংহে। কারণ হিসেবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘এমন কিছু সমস্যা ছিল যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে মেনে নিতে পারি না।’

পরবর্তীতে হাথুরুর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বিষয়টি আরও স্পষ্ট করা হয়। অর্থাৎ ২০২৩ বিশ্বকাপের পর গণমাধ্যমে প্রকাশ পাওয়া নাসুম আহমেদের চড়কাণ্ডই কাল হয়ে দাঁড়াল হাথুরুর। যদিও ওই সফরে দলের সহঅধিনায়ক থাকা নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এ ধরনের কোনো কিছুই জানা নেই তার।

রোববার (২০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরুর আগে এমনটাই জানান শান্ত। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না…।’ হাথুরুও বলেছেন, সেদিন কিছু ঘটে থাকলে তা আগে কেন জানানো হয়নি। কিংবা কোনো খেলোয়াড় দেখেছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

হাথুরুর বিদায়ের পর ভবিষতে এমন কিছু ঘটবে কি না! এমন প্রশ্নে শান্ত বললেন, ‘(সামনে এমন আর ঘটবে না…)’। অর্থাৎ আগে ঘটেছে কি না সেটাও যেমন জানেন না তিনি। তেমনি ভবিষ্যতে এমন কোনো ঘটনা হবে না বলেও নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।