এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল সাইফুল বারীর শিষ্যরা। কম্বোডিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ম্যাচে হ্যাটট্রিকসহ চারটি গোল করেন, যা বাংলাদেশকে বড় জয় এনে দেয়।
শুক্রবার (২৫ অক্টোবর) নমপেনের জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচটির প্রথমার্ধে প্রথম গোলের জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশের কিশোরদের। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশ গোলের খাতা খোলে এবং প্রথমার্ধে সেই একটি গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৬ মিনিটে মোহাম্মদ মানিক দলের দ্বিতীয় গোল করেন এবং তার পরপরই ৭১ মিনিটে তৃতীয় গোলটি করেন রিফাত কাজী।
৭৪ মিনিটে মানিক আবারও গোল করে ৪-০ করেন স্কোরলাইন। এরপর ৭৫ মিনিটে ফয়সাল তার দ্বিতীয় গোল করেন, যা স্কোর নিয়ে যায় ৫-০তে। মাত্র ছয় মিনিট পরে ফয়সাল হ্যাটট্রিক পূর্ণ করেন, এবং ম্যাচের ৮৩ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী ম্যাকাও ছাড়াও কম্বোডিয়া, ফিলিপাইন ও আফগানিস্তান। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশের কিশোরেরা।