রাজনীতি

শেরেবাংলার মতো আদর্শিক নেতার আজ বড় অভাব : লায়ন ফারুক

শেরেবাংলার মতো আদর্শিক নেতার আজ বড় অভাব : লায়ন ফারুক


দেশে আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো আদর্শিক নেতার বড় অভাব বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, এ কে ফজলুল হক ছিলেন একজন দেশপ্রেমিক, আদর্শিক বাংলার বাঘ। তিনি তৎকালীন সরকারের শাসনামলে সরকারের সাথে বনি-বনা না হওয়ায় চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে যোগদান করেন।

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকীতে শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এ কে ফজলুল হক ছিলেন একজন আদর্শিক নেতা, যিনি দানবীর ও বাংলার বাঘ নামে খ্যাত। তিনি ছিলেন ফটোগ্রাফিক মেমোরির অধিকারী, একবার যা দেখতেন বা পড়তেন- তা মুখস্ত হয়ে যেত। দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন।

ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি আয়োজিত প্রয়াত এ কে ফজলুল হকের সমাধিস্থলে দোয়া অনুষ্ঠানে জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জুনু বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ মহিউদ্দিন (লন্ডন প্রবাসী), অ্যাডভোকেট রুবেল, ইশা শরীফ সবুজ, চাষী মামুন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।