রাজনীতি

তিন কোটি নতুন ভোটার এখনো ভোট দিতে পারেননি : আমিনুল হক

তিন কোটি নতুন ভোটার এখনো ভোট দিতে পারেননি : আমিনুল হক


বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশে তিন কোটি নতুন প্রজন্মের ভোটার এখন পর্যন্ত ভোট দিতে পরেননি। কীভাবে ভোট দিতে হয়, সেটাও তারা জানেন না।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা দ্রুত একটা যৌক্তিক সময়ের মধ্যে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটা সুষ্ঠু পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও নিরপেক্ষভাবে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্হা করুন। সে নির্বাচনে দেশের নিরীহ সাধারণ মানুষগুলো, যারা গত ১৫টা বছর ধরে ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে। কারণ, আমরা এখন স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশে আমরা সকলে মিলে ভোট দিতে পারব। এই ভোটের মধ্য দিয়ে দেশে জনগণের পার্লামেন্ট তৈরি হলেই জনগণ তার পরিপূর্ণ গণতন্ত্রের স্বাদ পাবে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রুপনগর ইসলামিয়া হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে এবং থানা ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান ও স্বেচ্ছাসেবক দল নেতা হারুন অর রশীদ এর যৌথ সঞ্চালনায় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহবায়ক অলিউল হাসানাত তুহিন মাষ্টার,খায়রুল আলম নয়ন, থানা আহবায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার শওকত, পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন বাপ্পি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকারসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।