রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। যাতে ৩০ জন ছাত্রনেতা অংশ নেন।
এ সময় রাজু আহমেদ বলেন, বিগত দিনে শেখ হাসিনার আমলে অযত্ন অবহেলা এবং অরক্ষিত ছিল শহীদ জিয়ার সমাধি। এমনকি জিয়ারত কিংবা শ্রদ্ধা নিবেদন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর রহমতে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সাংগঠনিক দায়িত্ববোধের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছি।
রাজু আহমেদ বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইন্টারন্যাশনাল হলের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক রানা আহামেদ, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজের ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিষয়ক সহ-সম্পাদক ইনজাম শাওন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাইসুল ইসলাম মারুফসহ হাবিব, নাইম, রাকিব, মুকিত, কুশলসহ আরও ৩০ জন ছাত্রনেতা।