আগমী নির্বাচনে গণঅধিকার পরিষদ ট্রাক মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদর উপজেলার দলীয় কার্যালয় উদ্ভোধন ও সদর উপজেলা যুব অধিকার পরিষদ কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সদর উপজেলার যুব অধিকার পরিষদের আহ্বায়ক মনোনীত হয়েছেন আবু তালহা আকাশ ও সদস্যসচিব হয়েছেন মো. লোকমান।
আবু হানিফ বলেন, একটা বিষয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, তাদের বলব বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। গণঅধিকার পরিষদ ২-৪টি আসনের জন্য রাজনীতি করে না। গণঅধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই ২০২৪ এর বিপ্লবের পটভূমি রচিত হয়েছে গত ১৫ বছরে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ গত ১৫ বছর সংগ্রাম করেছে। অবশেষে ২৪ এ ছাত্র জনতার হাত ধরে মানুষ সফল হয়েছে। আমরা ৭১ সালে পাকিস্তানের হাত মুক্তি পেয়েছি কিন্তু গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছে। বাংলাদেশের মানুষের এখন বড় সংগ্রাম ভারতের আধিপত্য থেকে মুক্তি লাভ। ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাখা যাবে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে। ৫ আগস্টের আগে সবার মাঝে ঐক্য ছিল, বর্তমানে সেই ঐক্যে ফাটল ধরেছে। আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হানিফ বলেন, গণঅভ্যুত্থানে গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই তুলনায় তারা আড়াই মাসে তেমন সফলতা দেখাতে পারছে না। এমনকি উপদেষ্টাদের অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এখনো প্রশাসন সঠিকভাবে ফাংশন করতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীরা অনেকই ধরা-ছোঁয়ার বাহিরে। তাদের দ্রুত সময়ে আটক করতে হবে। আড়াই মাস পেরিয়ে গেলেও আহত অনেকেই চিকিৎসা পায়নি, এমনকি নিহত কিংবা আহতদের পরিবার তেমন আর্থিক সহযোগিতাও পায়নি। স্বাস্থ্য উপদেষ্টা কেন এই কাজ করতে পারছে না, এটা জবাবদিহি করতে হবে। উপদেষ্টাদের মনে রাখতে হবে, জনগণ তাদের যেভাবে বসিয়েছে, সেভাবে তাদের সরাতেও পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাহিদ ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।