এয়ারপোর্টের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে টয়লেটে নিজের নবজাতক সন্তানকে ফেলে যায় এক তরুণী। এ কাজে তাকে সহায়তা করেন তার মা। তবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে।
গেল সপ্তাহে ঘটা এ ঘটনার নতুন একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এরপর ওই তরুণীও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ওই তরুণীও তার মা রাশিয়ান। নবজাতকের জন্ম দেওয়া ১৮ বছর বয়সী তরুণীর নাম একা-তেরিনা বুর-নাজ-কিনা। তবে তিনি যে অন্তঃসত্ত্বা ছিলেন এবং সময় ফুরিয়ে এসেছে তা বুঝতেই পারেননি ওই তরুণী ও তার মা। এজন্য বিমানবন্দরের টয়লেটে গিয়ে সন্তান প্রসব করেন, তাকে সেখানেই ফেলে আসেন।
গেল ১৩ অক্টোবর তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের একটি টয়লেটে ওই নবজাতককে খুঁজে পান একজন পরিচ্ছন্নকর্মী। পরে এ ঘটনার তদন্তে পুলিশকে ডাকা হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে নবজাতকের মা বুর-নাজ-কিনাকে খুঁজে পায় পুলিশ।
পরে বুর-নাজ-কিনা ও তার মাকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন মস্কো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।