লেবাননের প্রতি তেহরানের বার্তা নিয়ে শনিবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী বৈরুতে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি নিজেই প্লেন চালিয়ে লেবানন পৌঁছান।
দেশটিতে পৌঁছানোর পর লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আইন আল-তিনেহ রাজপ্রাসাদে লেবাননের পার্লামেন্টের স্পিকারের ওই গালিবাফের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, এমন কঠিন পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরানের সরকার ও জনগণ।
পরে লেবানিজ প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে গ্রান্ড সেরেইলে সাক্ষাৎ করেন গালিবাফ। সেই সঙ্গে রাস আল নাবা স্ট্রিটও পরিদর্শন করেন ইরানি পার্লামেন্টের স্পিকার।
কিছুদিন আগেই লেবানন ঘুরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন দেশের সহায়তা চাইছে আঞ্চলিক সফরের ওই অংশ হিসেবে তিনিও বেরি ও মিকাতির সঙ্গে ব্ঠৈক করেন। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
গেল মাসের শেষ সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিশোধ নিতে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এরপর লেবাননে নিয়মিত বিমান হামলা ছাড়াও সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। টানা কয়েক সপ্তাহে এসব হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।