দেশব্যাপী তোলপাড় ফেলে দেওয়া ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করার ঘটনা দেশব্যাপী তোলপাড় ফেলে দেয়। সেদিনের সেই ঘটনা নিয়ে এবার আসছে ওয়েব সিরিজ। নাম ‘চক্র’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ‘চক্র’ অবশেষে সিরিজ হয়ে আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।
শুটিংয়ের প্রথম দিন থেকেই কাজটি শেষ করতে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। শুটিংয়ের নানা ঘটনা ‘চক্র’ টিম সম্প্রতি সংবাদ সম্মেলন করে।
‘চক্র’ নিয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এ সিরিজ, এ ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই আমি সিদ্ধান্ত নেই ঘটনাটি নিয়ে কাজ করার। সে জায়গা থেকেই ‘চক্র’ নির্মাণ করা। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত নিজেদের মতো করে গল্প বলার চেষ্টা করেছি। আশা করি ওয়েব সিরিজটি মুক্তির পর দর্শক তা বুঝতে পারবেন।’
চক্রতে তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। ওয়েব সিরিজটির শুটিং হয়েছে পুরান ঢাকা ও কেরানীগঞ্জে।
Source link