বিনোদন

সুজানা জাফরের বিয়ের গুঞ্জন  | কালবেলা

সুজানা জাফরের বিয়ের গুঞ্জন  | কালবেলা


এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সুজানা জাফরের বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক এই অভিনেত্রী ফের আলোচনায়। সম্প্রতি সুজানা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, একটি কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

আর এই লেখা থেকেই ধারণা করা হচ্ছে, সুজানার বরের নাম জায়াদ সাইফ। তিনি দুবাইয়ের শেখ কিনা সেটি নিয়েও আলোচনা চলছে। তবে এ বিয়ে নিয়ে সুজানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী। ধর্মকর্মে মন দেওয়ার জন্য ঘোষণা দিয়েই মিডিয়া ছাড়েন তিনি। এর আগেও দুটি বিয়ে করেছিলেন সুজানা। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। সে বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তবে আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

মডেলিং ও অভিনয়ে ব্যস্ত থাকাকালীন সময়েই পোশাকের ব্যবসা শুরু করেছিলেন সুজানা। তখন থেকেই দুবাইয়ে নিয়মিত যাতায়াত করতেন তিনি। পোশাক আনতেন সেখান থেকেই। আজকাল দুবাইয়ে থাকছেন সুজানা। আরব আমিরাতের নাগরিকও তিনি।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।