বিনোদন

সজল মাহার রসায়ন | কালবেলা

সজল মাহার রসায়ন | কালবেলা


অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবার সজল ও মাহার ওপরই গল্প আবর্তিত হয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাই প্রেমে পড়ছে’।

নাটকটির গল্প লিখেছেন রেজওয়াদুদ মাহিন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এরই মধ্যে এটি ইউটিউবে প্রচার হয়েছে। এর পর থেকে সজল ও মাহা দুজনেই বেশ ভালো সাড়া পাচ্ছেন।

নতুন এই নাটক নিয়ে সজল বলেন, ‘এর আগেও মাহা আমার সঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে এই সময়ের মাহা অভিনয়ে আগের চেয়ে অনেকটাই পরিণত। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। আর বান্নাহ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করে সবসময়। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আরও সাড়া পাব। কারণ গল্পটা অন্যরকম।’

সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মাহা বলেন, ‘সজল ভাই আমাদের দেশের নাট্যাঙ্গনের একজন জনপ্রিয় ও গুণী অভিনেতা। তিনি ভীষণ ভালো মনের মানুষ। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে এ নাটকে অভিনয় করাটা আমার জন্য অনেক ভালো লাগার এবং অভিনয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়।’

এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভুত পরিবার’ একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হচ্ছে।



Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।