ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সময় যেন এখন তার কথা শুনছে। অভিনয়ে যাই করছেন তাই দর্শকদের হৃদয় জয় করছে। সবশেষ ‘রাজকুমার’ সিনেমা দিয়ে দাপট দেখান তিনি। এবার আসছে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। সিনেমাটি মুক্তির আগেই একের পর এক চমক দিয়ে শাকিব ভক্তদের উচ্ছ্বাসতি করছে।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। সিনেমাটি করার ঘোষণা দেওয়ার পর থেকেই এই নির্মাতা পোস্টার, টিজার ও শাকিবের ভিন্ন লুক দিয়ে একের পর এক চমক দিতে থাকেন। এবার শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ‘জিসম সে তেরে’ শিরোনামে সিনেমার নতুন গান -এর এক ঝলক প্রকাশ করে জানান দিলেন শাকিব এবারও ভক্তদের হৃদয় জয় করতে আসছেন।
‘জিসম সে তেরে’ গানের ৪৫ সেকেন্ডের এই টিজার মূহুর্তেই শাকিব ভক্তদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে যায়। শাকিবের অফিসিয়াল পেজ থেকে মাত্র ৬ ঘণ্টায় গানের টিজারটি দেখে ফেলে প্রায় ৯ লাখের মতো দর্শক।
গানটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন করা হলো। খুব তাড়াতাড়ি পুরো গান শুনতে পাবেন।’
গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইরফান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আরাফাত মেহমুদ।
‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব।