২০১৮ সালে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘দেবী’। সে সময় সিনেমাটি মুক্তির পরই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর প্রদর্শনী হয় বিশ্বের বিভিন্ন দেশে। ব্যবসা সফল সিনেমাটি এবার ভারত যাচ্ছে। কালবেলাকে এমনটাই নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি-রপ্তানি সুপারিশ কমিটি। সিনেমাটি ভারতে পাঠাচ্ছে বৈধ আমদানি/রপ্তানিকারক প্রতিষ্ঠান সি তে সিনেমা।
হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেন অনম বিশ্বাস।
‘দেবী’তে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া। মিসির আলির চরিত্র করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণ্য চৌধুরী (কিশোরী রানু), শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ। ‘দেবী’-তে অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন জয়া। এই সিনেমার জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তবে ভারতে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০২১ সালে ‘দেবী’ কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। সে সময় সিনেমাটি কলকাতার দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
এদিকে, জয়া আহসান এখন কলকাতার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। সেখানে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করে অভিনয়ের শক্ত অবস্থান করেছেন। একাধিকবার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কার। সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন জয়া। বর্তমানে তার হাতে কলকাতার বেশকিছু সিনেমা রয়েছে।