বিনোদন

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন  | কালবেলা

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন  | কালবেলা


দেশীয় নাটকের বড় নাম মেহজাবীন চৌধুরী। যদিও বর্তমানে আগের মতো আর নাটকে কাজ করেন না এই অভিনেত্রী। অনেকটাই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী ।

‘বড় ছেলে’খ্যাত অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’ আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে। মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটি দেশে কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় ভক্তরা।

এবার বিশ্বসেরা তারকাদের তালিকায় উঠে এসেছে মেহজাবীনের নাম। এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পুরো কৃতিত্ব দিয়েছেন নিজের ফ্যানদের।

এই সময়ে ফেসবুকে সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় সেরা ২৫-এর মাঝে ২৪তম স্থানে অবস্থান করছেন দেশীয় শোবিজের নামি তারকা মেহজাবীন। তার তালিকার আশপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।

সুসংবাদটি ফেসবুক থেকেই পেয়েছেন মেহজাবীন। তিনি বলেন, ‘দেখুন এমন একটি খবর সত্যিই ভীষণ আনন্দের। এমন কিছু যে হতে পারে আমার জানাই ছিল না। যখন ফেসবুক থেকে নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুব খুব ভালো লেগেছে। এছাড়া তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে।’

মেহজাবীন আরও বলেন, ‘ভক্তদের ভালো লাগা, ভালোবাসা একেবারেই নিঃস্বার্থ। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার এই ক্যারিয়ারে যতটা এসেছি তাদের ভালোবাসা ছাড়া তা সম্ভব হতো না।’





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।