বিনোদন

পূজার কষ্ট  | কালবেলা

পূজার কষ্ট  | কালবেলা


দুর্গাপূজাকে কেন্দ্র সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মেতেছেন। পূজার সেই আমেজ দেখা মিলেছে শোবিজেও। কিন্তু দেশীয় ছবির আলোচিত নায়িকা পূজা চেরির মন ভালো নেই।

সময়ের সম্ভাবনাময়ী এই নায়িকা গত বছরও মায়ের সঙ্গে পূজা উৎযাপন করেছেন। কিন্তু এবার মাকে ছাড়া কিছুই যেন ভালো লাগছে না পূজার। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি। মাকে নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছেন তিনি। মা ছিল তার পৃথিবী। কিন্তু সেই মাকে ছেড়ে এবারের পূজা ভালো কাটছে না তার।

মনে কষ্ট নিয়ে পূজা বলেন, সবাই জানেন— মা আমার সঙ্গে নেই। গত ছয় মাস হলো তিনি মারা গেছেন। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টি এমন— আমি তার মা।

তিনি বলেন, ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি, আর কিনবও না— কাজে ব্যস্ত থাকব।

তবে মনে কষ্ট থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গেছেন অভিনেত্রী পূজা চেরি। এদিকে নিজের কাজ নিয়ে পূজার ভাষ্য, তিনি মানসম্মত কাজ করতে চান। সংখ্যা বাড়াতে চান না। দর্শকের ভালো মানের সিনেমা উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।