বিনোদন

পারুলের ওটিটিতে যাত্রা | কালবেলা

পারুলের ওটিটিতে যাত্রা | কালবেলা


ভারতের পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর কাজ করেন বেশকিছু টেলিভিশন ধারাবাহিকে। এবার প্রথমবারের মতো তিনি নাম লেখাতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে।

পারুলের নতুন এই সিরিজের নাম এখনো ঠিক হয়নি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিজটির পরিচালনা করবেন অখিলেশ জৈসওয়াল। এতে পারুলের বিপরীতে অভিনয় করবেন গুরফতেহ পীরজাদা। সিরিজটির শুটিং সেটও রেডি হয়ে গেছে। উত্তরাখন্ড রাজ্যের বিভিন্ন লোকেশনে হবে এর শুটিং।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় নিয়ে পারুল বলেন, ‘আমি নিজে ওটিটি কনটেন্টের বড় ভক্ত। অভিনয়ে নিয়মিত হওয়ার পর এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছিলাম। অবশেষে কাজের সুযোগ পেলাম। নিজের সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করব, নিজেকে প্রমাণ করার। এ ছাড়া চমৎকার একটি গল্পে নির্মিত হচ্ছে সিরিজটি। যেখানে প্রেম, রোমান্স এবং ক্রাইম একসঙ্গে থাকবে।’

২০১০ সালে পারুল গুলাটি ইয়ে ‘পেয়ার না হোগা কম’ নামে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে পদার্পণ করেন। এরপর বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাকে।

তার অভিনীত একমাত্র সিনেমার নাম ‘বুররাহ’। এটি পরিচালনা করেন সাগর এস শর্মা।



Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।