আবারও ভাইরাল হলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে চর্চায় এলেন তিনি।
গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পরিচিতি পান লুবাবা। সম্প্রতি নিজেকে হানিয়ার সঙ্গে তুলনা করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেটিই হয়েছে ভাইরাল। এরপরই কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন লুবাবা। তাতে তার ও হানিয়া আমিরের ভিডিও রয়েছে। ক্যাপশনে লুবাবা লিখেছেন— আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?
এমন প্রশ্ন ছুড়ে দিতেই মন্তব্যের ঘরে ইতিবাচক ও নেতিবাচক কমেন্ট আসতে শুরু করে। তবে বেশির ভাগ মন্তব্যই ছিল ইতিবাচক।
নেটিজেনদের একজন লিখেছেন, আসলেই তাই লাগে। তুমি দেখতে অনেক সুন্দর। আরেকজন লিখেছেন—তুমি হানিয়ার থেকেও বেটার।
নাট্যকার ও অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা। দাদার হাত ধরেই শোবিজে অভিষেক হয় তার।
ইতোমধ্যেই লুবাবাকে বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত এ শিশুশিল্পী।