বিনোদন

পরীর উপলব্ধি  | কালবেলা

পরীর উপলব্ধি  | কালবেলা


ছেলের জন্মের পর চিত্রনায়িকা পরী মণির দুনিয়া হয়ে যায় সে। ছেলের সুন্দর ভবিষ্যতের ব্যাপারে মা পরীর চেষ্টার কমতি নেই। ছেলের জন্মের আগে পোষ্য পটুকে নিয়ে দারুণ সময় কাটাতেন এই নায়িকা। তবে একমাত্র সন্তান পৃথিবীতে আসার পর পটুর সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর।

এ নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন একটি ভিডিও। সেখানে দেখা যায় পরীর ছেলে তার পোষ্যের সঙ্গে খেলা করতে চাইছে। কিন্তু কুকুরটি ভয়ে দূরে পালিয়ে যায়। পরীর পোষ্যের মনে অজানা ভয় কাজ করছে।

পরী মণি ফেসবুকে লিখেছেন, একটা ভুল করেছি আমি। আমার এই পেট এর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে ! আমার ছেলে হওয়ার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকত। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল। তারপর যখন আমর ছেলে হাঁটা শুরু করল তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটু ও দৌড়ে ওর কাছে আসতে চাইতো। আমি ভয় পেতাম। ভাবতাম পুটু যদি কামড় দিয়ে দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পায়। সেই ভেবে পুটু কে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম।

তিনি আরও লিখেছেন, ইদানীং হঠাৎই আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সঙ্গে দূর দূর করতে থাকে। পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে ! এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করবার। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসাথে ছেলেকে নিয়ে খেলা… আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সঙ্গে। আমার ভালো লাগলো। কিন্তু আরো একটা বড় ভুল হয়ে গেল যেটা আমাকে অনেক গিল্টি তে ফেলে দিলো। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনো কাটেনি! আমি চেষ্টা করছি.. হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে। আমার মতন এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।