চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক রেনেসাঁ’ শিরোনামে কনসার্ট। এরই মধ্যে কনসার্টটি নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমও চলছে প্রচারণা। অনলাইনে ছাড়া হয়েছে টিকিট। এ কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নেমেসিস, ইনডালো, এভয়েড রাফাসহ আরও সাত ব্যান্ড—নিলিন, উন্মাদ, আয়নিক বন্ড, র্যাভাইন ব্রিজ, সিলভেট, দরবার ও কায়ো।
কনসার্টটি ২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করছে সাল্টবার্ন প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কালবেলাকে জানানো হয়, চট্টগ্রামের ব্যান্ডপাগল শ্রোতাদের জন্য রক মিউজিকের একটি অসাধারণ রাত উপহার দিতে যাচ্ছে তারা। সব ধরনের প্রস্তুতই নেওয়া হচ্ছে। চট্টগ্রামের স্থানীয় ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় তিন ব্যান্ডকে লাইনআপে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়।
কনসার্টে প্রবেশের জন্য দুই ধরনের টিকিট রাখা হয়েছে। আগত শ্রোতাদের জন্য জেনারেল টিকিট ৪৪৯ এবং ভিআইপি টিকিট ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে ‘কাউন্টারএসবিডি’ নামে অনলাইন প্ল্যাটফর্মে।