বিনোদন

গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ


নিজের রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি এই অভিনেতা। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের তার পা থেকে গুলি বের করা হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন গোবিন্দ।

গতকাল জানানো হয়েছিল, ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এরই মধ্যে গোবিন্দর বক্তব্য রেকর্ড করেছে তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু অভিনেতার বক্তব্যে সন্তুষ্ট হয়নি পুলিশ। খবর নিউজ১৮-এর।

প্রতিবেদনে পুলিশের গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোবিন্দ জানিয়েছেন লাইসেন্সকৃত রিভলবারটি ২০ বছর ধরে ব্যবহার করছেন তিনি। এ ছাড়া রিভলবারটি আনলক ছিল। ঘটনার সময় পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে যায়। পুলিশ এটা বিশ্বাস করছে, সেখানে নিয়মবহির্ভূত কিছু ঘটেনি। তবে গোবিন্দর ঘটনা বর্ণনায় সন্তুষ্ট নন তারা। ফের তার বক্তব্য রেকর্ড করা হতে পারে।

এদিকে গোবিন্দর কন্যা টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। ঘটনার পর পর তাকে হাসপাতালে নিলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দের বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করেছে।

ঘটনার পর গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছিলেন, কলকাতায় একটি শো করার কথা ছিল গোবিন্দর। সকাল ৬ টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল তাদের। কিন্তু গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার আগেই দুর্ঘটনার কবলে পড়েন।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।