বিনোদন

কোল্ডপ্লের শেষ অ্যালবাম আগামী বছর

কোল্ডপ্লের শেষ অ্যালবাম আগামী বছর


ব্রিটিশ জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লে। যাদের ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এদের কনসার্ট মানেই যেন একটি ইতিহাস। দলটির গান লাইভ শুনতে চড়া দামে টিকিট কেটে মাসের পর মাস অপেক্ষায় থাকেন শ্রোতারা। সেই ভক্তদের জন্য দলটি এবার দিল দুঃসংবাদ। নিজেদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডটি।

সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের দশম স্টুডিও অ্যালবাম ‘মুন মিউজিক’-এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে নতুন আর কোনো অ্যালবাম প্রকাশ করবে না দলটি।

সম্প্রতি অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেন, ‘আমরা শুধু ১২টি অ্যালবাম পর্যন্ত প্রকাশ করব। এর কারণ রয়েছে। আমরা চাই আমাদের সমালোচকদের জন্য এ সংখ্যাটা কম হলে ভালো। কারণ এত বেশি অ্যালবাম প্রকাশ হলে জনপ্রিয় গানের সংখ্যা কমে যাবে। ভক্তরাও একদিন আমাদের গান শুনতে চাইবে না। এজন্যই আমাদের এমন সিদ্ধান্ত। এ ছাড়া বিটলস ও বব মার্লে থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। বিটলসের প্রায় ১২টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা।’

কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর। এটি আটলান্টিক রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে। আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন বলে জানান ক্রিস মার্টিন।



Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।