টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করে চলেছেন কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘হোটেল রিলাক্স’ এবং ‘ফিমেল ৪’ও ভীষণ সাড়া ফেলেছে। এই নির্মাতার বেশির ভাগ কাজ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ থেকে মুক্তি পেয়েছে। গড়েছেন একাধিক রেকর্ড। এবার তার সব রেকর্ড ভেঙে দিতে চান আলোচিত নির্মাতা রায়হান রাফী।
রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ এখনো নির্মাণাধীন। এদিকে এক সংবাদ সম্মেলনে ‘বঙ্গ’ কর্তৃপক্ষ জানান, অমির প্রতিটি কনটেন্ট সাবস্ক্রিপশন এবং ওয়াচ টাইমে রেকর্ড করেছে। এই ঘোষণার পর ‘তুফান’ খ্যাত নির্মাতা বলেন, তিনি অমির সব রেকর্ড ভেঙে দিতে চান। নির্মাতা জানান, অমি তার বন্ধু এবং ওই পরিচালকের কাজগুলো দারুণ সফল। তবে ‘ব্ল্যাক মানি’ সিরিজটি নিয়ে রাফী চ্যালেঞ্জ নিয়েছেন, অমির সব রেকর্ড ভেঙে দেবে।
রাফী আরও বলেন, ‘অমির সঙ্গে এই রেকর্ড ভাঙার প্রতিযোগিতা হোক কাজের মাধ্যমে। সিরিজটির গল্প এমনভাবে সাজানো হয়েছে, দর্শক শেষ দৃশ্যের আগ পর্যন্ত কিছুই অনুমান করতে পারবেন না।’
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং নভেম্বরের শেষের দিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে পা রাখতে যাচ্ছেন চিত্রনায়ক রুবেল। সঙ্গে থাকছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ারসহ অনেকে।