সারাদেশ

সিলেটে চিনিকাণ্ডে বিএনপির ২ নেতা বহিষ্কার

সিলেটে চিনিকাণ্ডে বিএনপির ২ নেতা বহিষ্কার


সিলেটে চিনিকাণ্ডে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন (৪২) ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান (৪৩)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এ তথ্য জানান।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫নং ওয়ার্ড ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে তাদের ২ জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহযোগিতায় পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিসিকের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মনির আহাম্মেদ, জৈন্তাপুর বাঘেরখাল এলাকার তোফায়েল আহাম্মেদ, একই এলাকার শাহিন আহাম্মেদ, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের মো. নজরুল ইসলাম।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।