বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা জামায়াতকে খারাপ বলত, জনগণের রাজনীতি করেনি, জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারা জনগণের ভয়ে পালিয়ে গেছে। জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ছাড়া সব দল ও দেশের জনগণের কল্যাণ হবে।
শুক্রবার (৪ অক্টোবর) নেত্রকোনা পাবলিক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। ৫ আগস্টের পর যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি এখন আমরা যেন ঈমানের চেতনা জাগ্রত রাখি। কালের আবর্তে হারিয়ে না যাই।
জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ অঞ্চলের ওলামা বিভাগের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক।