ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা খাতুন (৩৫)।
ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, গত ২৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা। রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার ভর্তি হয়েছিলেন নাসিমা। তিনি সোমবার সকাল ৯টার দিকে মারা যান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২০ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৯ জন ভর্তি রয়েছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম কালবেলাকে জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছে।
হাসপাতাল থেকে পাওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন। এর মধ্যে ৪ জন মারা গেছেন। গত সাত দিনের হিসেবে দেখা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১৩৪ নতুন রোগী ভর্তি হয়েছে। বিপরীতে ১১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়াও বর্তমানে হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মাঝে ২৬ পুরুষ, পাঁচ নারী এবং এক শিশু আছে।
২০২৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৭২০ ডেঙ্গু রোগী। মৃত্যু হয় ১৩ জনের।