সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড


সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় পাঁচ জেলেকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উমারপুর ইউনিয়নের ব্রিদাশুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৮), নুর মোহাম্মদ (৩০), মো. কুরমান আলী (৩৫), সাদিয়াচাঁদপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আব্দুল মালেকের ছেলে আমিরুল ইসলাম (৩৮), লাঙ্গলমুরা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. কুদ্দুস মিয়া (৩০)।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বলেন, অভিযান চালিয়ে পাঁচ জেলে ও প্রায় পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পাঁচ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।