সার্ভারজনিত ত্রুটি সমস্যার কারণে সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওপারে (ভারতে) সার্ভারজনিত ত্রুটির কারণে সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এপারে (বাংলাদেশ) আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই। ভারতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সার্ভারের সমস্যা সমাধান হলেই আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে।