জামালপুরের ইসলামপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ৭ জন আহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সরকারি ইসলামপুর কলেজ মোড়ে আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর পৌরসভার সরকারি ইসলামপুর কলেজ খেলার মাঠে যুবকদের ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময় তারা মারামারিতে জড়িয়ে পড়ে। মাগরিব নামাজের পর যুবকদের মারামারিকে কেন্দ্রে করে পৌর একলার নটারকান্দা ও ভেঙ্গুড়া দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩০ মিনিট চলার সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতদের অনেকের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন নটাকান্দা গ্রামের সফিকুল মিয়া, একই গ্রামের মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন, মৌজাল্লা গ্রামের শরিফুল ইসলাম, ভেঙ্গুড়া গ্রামের সিফাত মিয়া, গাওকুড়া গ্রামের বাবু শেখ, গাওকুড়া এলাকার মুখলেছ মিয়া, কিসমত জল্লা গ্রামের কাজীমদ্দীন।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাখাওয়াত হোসেন সুজন, সফিক, মুখলেছ, সফিকুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ওসমানীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ কালবেলাকে বলেন, পুনারায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জুরদার করা হয়েছে।