সারাদেশ

গাজীপুরে কারখানা ভাঙচুর, আটক ৮

গাজীপুরে কারখানা ভাঙচুর, আটক ৮


গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে আটজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী আমবাগ পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মণ্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদের কোনাবাড়ি থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা আমবাগে অবস্থিত পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিংয়ের গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় ভাঙচুর চালানোর অভিযোগে ৮ জনকে আটক করা হয়।

এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. মনোয়ার হোসেন বলেন, বিজিএমই ঘোষিত শ্রমিকদের যে দাবি-দাওয়া তা মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন তারা আন্দোলন করছে বুঝতে পারছি না।

পিএন কম্পোজিট লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার খালেকুজ্জামান বলেন, আমাদের শ্রমিকদের আগেই ছুটি দেওয়া হয়েছিল। পাশের একটি কারখানার শ্রমিকরা এসে আমাদের কারখানায় ভাঙচুর চালায়।

কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন বলেন, ভাঙচুরের ঘটনায় যৌথবাহিনী এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।