কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিকুর রহমান আশিক হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান টিপু ও তার ছোট ভাই যুবলীগ কর্মী মোহাম্মদ আরিফুর রহমান জিয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে সদর থানার ওসি নাজমুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আনিসুর রহমান টিপু (৪৯) ও আরিফুর রহমান জিয়ন (৪৬) কুড়িগ্রাম পৌরশহরের নাজিরা ব্যাপারি পাড়া এলাকার মৃত আব্দুর রউফ মণ্ডলের ছেলে।
জানা গেছে, নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। গত ৫ আগস্ট আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। মিছিলে হামলায় আশিক মাথায় আঘাত পেয়ে বাসায় ফেরেন। ১৮ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর মারা যান আশিক।
আরও জানা গেছে, আশিক হত্যার ঘটনায় জেলার তিন সাংবাদিক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ ১০৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতপরিচয় ৫শ থেকে ৬শ জনকে আসামি করা হয়েছে। গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার গ্রামের বাসিন্দা।
ওসি নাজমুল আলম বলেন, আশিক হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।