সারাদেশ

বগুড়ায় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ায় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা


বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত পত্রে স্বাক্ষর করে অনুমোদন করেছেন। শিগগিরই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গত ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি রাশেদুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক ও আব্দুল হালিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করেন। ৪ বছর আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠন পরিচালিত হওয়ার পর রোববার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।