সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাজারীবাগ থানাধীন ২২নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাজারীবাগ থানাধীন ২২নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে বিলুপ্ত ৩টি ইউনিটের নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।