বদলে যাওয়া ভুটানের বিপক্ষে স্বাভাবিক ফুটবল খেলতে চায় বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশনে সেমিফাইনালে ভুটানকে মোকাবিলা করবে পিটার বাটলারের দল।
গত আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল
লাল-সবুজরা। এবারের ভুটান অবশ্য বদলে গেছে। গত আসরের ফাইনালিস্ট নেপালের সঙ্গে ড্র করা দলটি মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। জুলাইয়ে দুই প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ গোল করেছে ভুটান।
এ কারণে দলটি নিয়ে সাবধান বাংলাদেশ শিবির। ম্যাচের আগে তহুরা খাতুন কাঠমান্ডুতে বাংলাদেশি এক গণমাধ্যমকে বলেন, ‘ভুটান আগের চেয়ে অনেক উন্নতি করেছে। দলটি নেপালের সঙ্গে ড্র করেছে, মালদ্বীপকে ১৩ গোল দিয়েছে। এমনি তো আর সেমিফাইনালে আসেনি তারা। প্রতিপক্ষ দলকে আমরা দুর্বল ভাবছি না। ভুটানের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। সেটা খেলতে পারলে জয় নিয়ে ফিরতে পারব।’
অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে।