রাজনীতি

সমাজের উন্নয়নে বধিরদেরও কাজে লাগান : অপর্ণা রায়

সমাজের উন্নয়নে বধিরদেরও কাজে লাগান : অপর্ণা রায়


সমাজের সার্বিক উন্নয়নে বধিরদেরও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস।

শুক্রবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা বধির সংঘ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমাজের প্রত্যেকটি লোকই সমাজের অংশীদার। তাই সমাজ উন্নয়নে সবাইকে অংশগ্রহণ করতে হবে। যারা কানে শোনেন না বা কথা বলতে পারেন না, তারাও সমাজের একটি অংশ। তাই সরকার ও সমাজপতিদের উচিত বধিরদেরও সমাজের উন্নয়নে কাজে লাগানো। তাহলে তাদেরও নিজেদের অবহেলিত ভাবার সুযোগ থাকবে না।

ঢাকা বধির সংঘের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, লায়ন মিসবাহ উদ্দিন, সীমান্ত দাস, সমীর, তন্ময়, প্রনব, বধির সংঘের রিপন, শাহানা, মোশারফ, দীপু প্রমুখ।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।