মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান প্রথম টেস্টে বেশ কঠিন অবস্থায় পড়েছিল বাংলাদেশ। ১০১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের শুরুতেই পড়ে ইনিংস হারের শঙ্কায়।
১০১/৩ দিয়ে দিন শুরু করা বাংলাদেশ মুহূর্তেই হয়ে যায় ১১২/৬। সে অবস্থায় মনে হচ্ছিল ইনিংস ব্যবধানেই হারতে হবে স্বাগতিকদের। তবে মেহেদী হাসান মিরাজের ফিফটি ও অভিষিক্ত জাকের আলীর ব্যাটে চড়ে সে শঙ্কা পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০১ রানে থাকা বাংলাদেশ এখন ১ রানে পিছিয়ে আছে।
মিরাজ ৫৪ রান নিয়ে ব্যাট করছেন এবং তার সঙ্গী জাকের ৩০ রান করে অপরাজিত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩০৮ রান করেছিল, যা বাংলাদেশকে ইনিংস পরাজয়ের শঙ্কায় ফেলে দেয়। তবে মিরাজ-জাকেরে ভর করে সে শঙ্কা আপাতত দূর হয়েছে।
মিরপুরে এর আগে ২০২১ সালে পাকিস্তানও ৩০০-এর বেশি রান করে ইনিংস ব্যবধানে জিতেছিল। সেই স্মৃতি আবারও ফিরে আসার আশঙ্কায় ছিল টাইগার শিবির।
এর আগে বাংলাদেশের ব্যাটার লিটন দাস মাত্র ৭ রান করে আউট হয়েছেন। কেশব মহারাজের বলে তিনি ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে কাইল ভেরেইনারের হাতে ক্যাচ তুলে দেন। আম্পায়ার আউট না দিলেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম রিভিউ নেন এবং সে রিভিউ সফল হয়। লিটনের আউটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১১২। এখনো বাংলাদেশ ৯০ রানে পিছিয়ে।
লিটনের বিদায়ের আগে কাগিসো রাবাদা তার ভয়ংকর বোলিং দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন। তিনি প্রথমে মাহমুদুল হাসান জয়কে আউট করেন এবং একই ওভারে মুশফিকুর রহিমকেও ফিরিয়ে দেন। মাহমুদুল স্ল্যাশ করতে গিয়ে বেডিংহামের হাতে ক্যাচ তুলে দেন, আর মুশফিক ভেতরে ঢোকা বল ড্রাইভ করতে গিয়ে স্ট্যাম্প হারান। বাংলাদেশের রান তখন ছিল ৫ উইকেটে ১০৬।