আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজে দলে ফিরেছেন প্রতিভাবান চায়নাম্যান বোলার নুর আহমেদ। তবে চোটের কারণে স্কোয়াডে নেই নিয়মিত ব্যাটার ইব্রাহিম জাদরান ও তারকা স্পিনার মুজিব উর রহমান।
ইব্রাহিম জাদরান সম্প্রতি গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন এবং এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। অন্যদিকে মুজিবও চোটে ভুগছেন, ফলে তাদের কেউই সিরিজে অংশ নিতে পারছেন না। ইব্রাহিমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ অটল, যিনি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলে আলোচনায় আসেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের শেষ সিরিজ থেকে খুব বেশি পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। নুর আহমেদের অন্তর্ভুক্তি ছাড়া দল প্রায় অপরিবর্তিত রয়েছে। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বে খেলবে দলটি, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রহমত শাহ।
দল ঘোষণা নিয়ে এসিবি সিইও নসিব খান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং এবং উপভোগ্য। আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করবে এবং জাতিকে গর্বিত করবে।’
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৬ নভেম্বর থেকে শারজায় শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), দারউইশ রাসুলি, আল্লাহ গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলী খিল, রশিদ খান, আব্দুল মালিক, বিলাল সামি, নাভিদ জাদরান, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ অতল, নাঙ্গেলিয়া খারোটে, ফরিদ আহমেদ।