বিনোদন

দেশে আসছে বলিউডের দুই সিনেমা

দেশে আসছে বলিউডের দুই সিনেমা


দেশে আসছে বলিউডের নতুন দুই সিনেমা। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু : দ্য রুল’ ও কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া থ্রি’। যার বিপরীতে আগেই ভারতে গেছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’ ও ‘রাত জাগা ফুল’।

বলিউডের এই দুই সিনেমা বাংলাদেশে আমদানির বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি-রপ্তানি সুপারিশ কমিটি থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়। সিনেমা দুটি বাংলাদেশে কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশে ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইন্টমেন্ট। ‘ভুলভুলাইয়া থ্রি’ আনছে দি অভি কথাচিত্র।

‘পুষ্পা : দ্য রুল’ নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি ৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমাটি আসছে আগামী ১ নভেম্বর। ভারতে মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে এটি।

ব্লকবাস্টার ভুলভুলাইয়ার তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, রাজেশ শর্মা, প্রান্তিকা দাস ও কাঞ্চন মল্লিক।

এদিকে রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর যাপিত জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে ‘সাঁতাও’ নির্মাণ করেছেন খন্দকার সুমন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টু। সিনেমাটি এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

এ ছাড়া মীর সাব্বিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘রাত জাগা ফুল’ সিনেমায় সাব্বির ছাড়া আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, নাজনীন চুমকি, মাজনুন মিজান ও জয়রাজ।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।