বিনোদন

মা হচ্ছেন জেনিফার লরেন্স | কালবেলা

মা হচ্ছেন জেনিফার লরেন্স | কালবেলা


অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স আবারও মা হতে যাচ্ছেন। কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান এটি। জেনিফার লরেন্সের মুখপাত্র বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগকে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাতের খাবারের জন্য জেনিফার লরেন্স। এদিন ৩৪ বছর বয়সী অভিনেত্রী পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার। আর তার পোশাকের ওপর দিয়ে বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

২০১৮ সালের জুন মাসে কুক-জেনিফারের পরিচয় হয়। অভিনেত্রীর কাছের বন্ধু লরার মাধ্যমে কুকের সঙ্গে পরিচয়। একই বছরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন জেনিফার। বিলম্ব না করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।

২০২১ সালে জেনিফার অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটির শুটিং চলার সময় দ্বিতীয়বার গর্ভপাত হয় তার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম দেন জেনিফার।

এর আগে গর্ভপাতের মতো কঠিন সময় নিয়ে সামাজিকভাবে সচেতনতার জন্য কাজ করেন জেনিফার। সেখানে গর্ভপাত বিরোধী আইনের প্রভাব নিয়ে ‘জুরাউস্কি ভার্সেস টেক্সাস’ নামে একটি ডকুমেন্টারি প্রযোজনা করেন তিনি। হিলারি ক্লিনটনের সঙ্গে কাজটি করেছিলেন জেনিফার।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।