সারাদেশ

কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে সাংবাদিকদের মিলনমেলা

কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে সাংবাদিকদের মিলনমেলা


‘আঁধার পেরিয়ে’ স্লোগানে শুরু করা দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানটি সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নিয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের ৩য় তলায় এ সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহসীন উদ্দিন। তিনি বলেন, সাহসী সাংবাদিকতাকে নতুনভাবে জানান দিচ্ছে কালবেলা। পত্রিকাটি বহুদূর এগিয়ে যাক এই প্রত্যাশা। আমার পক্ষ থেকে এর জেলা প্রতিনিধিসহ সব সাংবাদিকদের জন্য শুভকামনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে কালবেলা। পত্রিকাটি শতবছর ছাড়িয়ে যাক এটাই প্রত্যাশা করছি।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক এরশাদ খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, সংগঠক আশিক খানসহ অন্যরা।

এসময় দৈনিক কালবেলার চাঁদপুরের উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।