খেলাধুলা

প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান শান্ত, কেন…

প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান শান্ত, কেন…


মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ার ইতি টানতে চাইছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা আর হয়নি। দেশে আসতে চেয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে তার। সাকিব ফিরতে না পারা সতীর্থদের কাছে কেমন! আগে এই অলরাউন্ডারের নামে মামলা হওয়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন সতীর্থরা। অথচ এবার আসতে না পারার পরও কাউকেই কোনো পোস্ট দিতে দেখা যায়নি। কোনো চাপে কি না! এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। যদিও তিনি বলেছেন, কোনো চাপ না। পরিস্থিতিটা জানেন তারাও।

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা বললাম আগামীকাল একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুব ভালো হতো। কিন্তু ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতে আনা হয়েছে যে, কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

দেশে ফিরতে চেয়েও সাকিব আসতে না পারার কারণ কিছু ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। যার কারণে সরকার থেকেও ইতিবাচক সাড়া পাননি তিনি। শান্তদের সেসব জানা আছে জানিয়ে তিনি বলেন, ‘ওটা আসলে (সাকিব ইস্যু) যত কথা বলব এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাটা কম। কারণ, আমরা সবাই জানি যে কেন উনি আসতে পারছেন না।’

তবে বর্তমানে ফেসবুকে কোনো পোস্ট দিলেই সেটা বড় ধরনের আলোচনা তৈরি করে। অনেক কিছুর সমাধানও পাওয়া যায় সামাজিক যোগযোগমাধ্যমেই। শান্ত তাই রসিকতা করেই বললেন, ‘এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা, ফেসবুকে একটা পোস্ট দিলেই সবকিছু সমাধান হয়ে যায়। তো চিন্তা করতেছি প্রতিদিন আমিও একটা করে স্ট্যাটাস দেব।’





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।