বিনোদন

ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 

ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 


অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দ্বিতীয়বারের মতো তারা ওয়েব ফিল্মের জন্য জুটি বাঁধতে যাচ্ছেন। এবারের টির নাম ‘হাউ সুইট’।

এর আগে ২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হওয়া ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে।
বঙ্গের প্রযোজনায় আসন্ন ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে ‘হাউ সুইট’। এটি পরিচালনা করবেন নির্মাতা কাজল আরেফিন।

নিজের নতুন ওয়েব ফিল্ম নিয়ে অপূর্ব বলেন, ‘অমির সঙ্গে এর আগে আমার অনেক কাজ হয়েছে। মাঝে প্রায় ৫ বছরের মতো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি। এবার আবারও কাজের সুযোগ এসেছে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। কারণ অমি এখন পরিণত একজন পরিচালক। তার নিজের দর্শক রয়েছে। যাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন তিনি। সেই বিশ্বাস থেকে বলতে পারি, ভালো কিছু আসছে।’

এ সময় ফারিণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার চরিত্র নিয়ে কথা বলেন অপূর্ব। তিনি বলেন, ‘ওয়েব ফিল্মে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করি। যে খুবই রোমান্টিক থাকে। যার জন্য ভালোও হবে আবার ঝামেলাও হবে। এমনই একটি মিষ্টি গল্পে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে আমার বিপরীতে অভিনয় করছে ফারিণ। ও দুর্দান্ত একজন অভিনেত্রী। এ ছাড়া যতটা জানলাম আরও যারা অভিনয় করছেন তারা সবাই খুবই দুর্দান্ত। তাই বলাই যায় ভালো কিছু আসছে।’

এদিকে তাসনিয়া ফারিণ টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। হচ্ছেন প্রশংসিতও। নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। তিনি আমাকে ব্রেক দিয়েছেন। সুযোগ দিয়েছেন ‘এক্স বয়ফ্রেন্ড’-এর মতো দর্শকপ্রিয় নাটকে কাজ করার। এই সুযোগটি না দিলে হয়তো আজকে আমার ফারিণ হওয়া হতো না এবং আপনাদের সামনে বসে আজ কথা বলাও হতো না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ আমাদের ‘অসময়’ ওয়েব ফিল্ম দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আসছে ‘হাউ সুইট’। এর গল্পও আশা কারি দর্শকদের ভালো লাগবে।’

এ সময় অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার অভিনেতা, তখন আমি নিউকামার হওয়ার পরও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।’

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং আগামী মাসে শুরু হবে। ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে বসবে এর সেট। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।