সারাদেশ

ভালুকায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | কালবেলা

ভালুকায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | কালবেলা


ময়মনসিংহের ভালুকায় সারা দেশের ন্যায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবে কেক কেটে ও র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ভালুকা উপজেলা শাখার আমির হাফেজ মুফতি ফজলুল করিম। দৈনিক কালবেলা স্থানীয় প্রতিনিধি শেখ আজমল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান।

ইউএনও আলীনূর খান বলেন, দৈনিক কালবেলা পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ইতোমধ্যে সবার নজরে এসেছে। ২০২৪ সনে নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখছে। পত্রিকাটির ভবিষ্যত সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান, ভরাডোবা হাইওয়ে থানার ওসি গোলাম রসূল, ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান বাদল।

বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ ভালুকা উপজেলা শাখার আমির সাঈদ উল্যাহ পাঠান ফজলু, ভালুকা দলিল লেখক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহকারী অধ্যাপক খন্দকার ফয়জুল বারী শামীম, উপজেলা প্রেস ক্লাব ভালুকা সভাপতি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শাহ মো. আকরাম হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাচিনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোস্তফা কামাল শিব্বির ও হবিরবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাহ মো. আলী আজগর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মীর সাকলায়েম ফাহাদ, চ্যানেল এস এ সাংবাদিক ওমর ফারুক তালুকদার।

দৈনিক দেশের খবর পত্রিকার প্রতিনিধি মোকছেদ মাস্টার, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আবু তায়েব, সাংবাদিক জাহাঙ্গীর, আল আমিন, সজিব সরকার ও প্রেস ক্লাবের সদস্য এবং ব্যবসায়ী পিয়ার মল্লিক, মো. মিন্টু মল্লিক, আব্দুল আজিজ, এমরান শেখ, রিয়াজ, মেহেদী হাসান।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা প্রেস ক্লাব ভালুকার সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মুর্শিদুল আলম।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।