কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৯ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। এ সময় আটজনকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকালে নাফ নদের গোলারচর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিখোঁজ স্মৃতি সেন্টমার্টিন ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ যাত্রী স্পিডবোটে টেকনাফে ফিরছিলেন। নাফ নদের গোলারচর নামক এলাকায় পৌঁছলে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এক শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে আটজনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি স্পিডবোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে আমার স্পিডবোট নিয়ে গিয়ে আটজনকে জীবিত উদ্ধার করি। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিখোঁজ শিশুটি উদ্ধারে কোস্টগার্ডসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ পরিচালনা করছে।