নিজ নির্বাচনী এলাকা জামালপুরের মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন স্থানের ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি বেশ কয়েকটি মণ্ডপে ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেন ও শুভেচ্ছা হিসেবে মিষ্টি উপহার দেন।
তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রতিক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সিধুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, মৎস্যজীবি দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনু প্রমুখ।