নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর চরকিং ৩নং ওয়ার্ডে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী একেএম আমিরুল মোমিন বাবলুর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ও হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মো. ফাহিম উদ্দিন, চর ঈশ্বরায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র দাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ উদ্দিন, পৌর কৃষক দলের আহ্বায়ক প্রার্থী মো. মিলন উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।