তিন বছর ধরে একদম লাপাত্তা। সবার ধারণা ছিল, হত্যা করা হয়েছে ওই নারীকে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা করেছিল ওই নারীর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ। অবশেষে খোঁজ মিলেছে কবিতা নামের ওই নারীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তাকে খুঁজে পায় পুলিশ।
৩০ বছর বয়সী কবিতা ২০২১ সালে হঠাৎ করে নিখোঁজ হন। এ নিয়ে জল কম ঘোলা হয়নি। অথচ গত তিন বছর ধরে দিব্যি প্রেমিকের সঙ্গে বসবাস করছেন কবিতা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
গেল রোববার (৬ অক্টোবর) গভীর রাতে কবিতা জীবিত অবস্থায় লখনৌ থেকে উদ্ধার করে পুলিশ। বাজারের একটি দোকানে নিয়মিত যাতায়াত ছিল কবিতা। ধীরে ধীরে সেই দোকানি সত্য নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপরই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা।
সম্প্রতি ফেসবুকে কবিতার প্রোফাইলে অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করে পুলিশ। এরপরই নজরদারি ও অন্যান্য উপায় ব্যবহার করে কবিতাকে শনাক্ত করে তারা। নাটকীয় এই ঘটনার পর কবিতার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই তাকে আদালতে তোলা হবে।