বিনোদন

আরশ-উর্বী একসঙ্গে‘কিছু বলবে কি’

আরশ-উর্বী একসঙ্গে‘কিছু বলবে কি’



প্রিয়ন্তী উর্বী। শোবিজে তার পথচলা কয়েক বছর আগে। রূপান্তরের স্ক্রিপ্টে অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘ভেজা বেড়াল’ নাটকে শ্যামল মাওলা ও কচি খন্দকারের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে বেশি আলোচনায় আসেন পরবর্তীকালে একটি ওটিটি প্ল্যাটফর্মে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘কোথায় পালাবে বলো রূপবান’ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে। এরপর তার কাছে একের পর এক স্ক্রিপ্ট আসতে শুরু করে। আর তখন ভালো লাগলে কাজ করতেন, না লাগলে করতেন না। পরে উর্বী অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘পোর্ট্রেট’, ‘মধ্যরাতের মেয়েটি’, ‘বুক পকেটের গল্প’, ‘তোমারই সাথে’, ‘টেক অফ’, ‘বিশেষ অতিথি’, ‘বয়স আমার বেশি না’, ‘এক্স যখন বউ’, ‘ঢাকাইয়া পোলা’ ইত্যাদি। ওটিটিতে প্রকাশিত ‘অপলাপ’ ফিল্মটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

উর্বীর ভাষ্য, এমন ভালো ভালো গল্পের কাজ করেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হতে চান। ভালো অভিনয় করে তিনি দেশের শীর্ষ স্থানীয় একজন অভিনেত্রী হতে চান। যে কারণে ভালো গল্পের প্রতি তার যেমন ভীষণ মনোযোগ রয়েছে, ঠিক তেমনি ভালো গল্পে তার চরিত্রটাও যেন গল্পের সঙ্গে সামঞ্জস্য একটি চরিত্র হয়, সেদিকেও তার শতভাগ মনোযোগ থাকে। ঠিক তেমনি একটি ভালোলাগার গল্পের নাটক ‘কিছু বলবে কি?’। নাটকটির গল্প আফনান শুভর। এটি চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন তরুণ পরিচালক মেহেদী হাসান জনি। জনির পরিচালনায় এর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে আলোচিত আরশ খান। তার অভিনীত বহু নাটক এরই মধ্যে দর্শকের কাছে সমাদৃত হয়েছে। আরশও এখন গল্পের প্রতি ভীষণ মনোযোগী। তার অভিনীত আলোচিত দর্শকপ্রিয় প্রায় শতভাগ নাটকেই তার বিপরীতে আছেন এই প্রজন্মের আরেক ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয়ে তাদের দুজনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক বারবার। এবার আরশ খানের সঙ্গে দর্শক দেখতে পাবেন প্রিয়ন্তী উর্বীকে। মেহেদী হাসান জনির পরিচালনায় তারা দুজন ‘কিছু বলবে কি?’ নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

আরশ খান বলেন, ‘নতুন হিসেবে উর্বী নিজের কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা মন দিয়ে করে। যে কারণে তার অভিনয় ভালো হচ্ছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো হবে।’ উর্বী বলেন, ‘আরশ অভিনয়ে খুব ভালো, পাশাপাশি ভীষণ সহযোগিতাপরায়ণও বটে। মেহেদী হাসান জনি ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

জনি জানান, রোমান্টিক গল্পের এ নাটকটি শিগগির ‘ধূপছায়া এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখানো হবে।



Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।