বিনোদন

যে চিটার, সে সবসময়ই চিটার : তমা মির্জা

যে চিটার, সে সবসময়ই চিটার : তমা মির্জা


ঢাকাই ছবির বেশির ভাগ নায়িকাই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তাদের একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিয়েছেন এই সুন্দরী। সেখানে তমা মির্জা লিখেছেন- যে চিটার, সে সবসময়ই চিটার।

তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, এমনটা উল্লেখ করে সুড়ঙ্গ’খ্যাত বলেন- ‘একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।’

এ সময় তমা মির্জা স্মরণ করিয়ে দেন, ‘যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।’

মজার ছলে তমা বললেন, ‘মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।’

সম্প্রতি পরিচালক রায়হান রাফীর সঙ্গে তমার সম্পর্ক ভালো যাচ্ছে না। রাফীর এক মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার। পরিচালককে উদ্দেশ করেই কী তমার এই পোস্ট তা স্পষ্ট নয়।

একসঙ্গে কাজের সূত্র ধরেই তমা-রাফীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্কে আজকাল ছেদ পড়েছে।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।