ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চাচাতো ভাই-বোন হলো, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৬) এবং সুমন ইসলামে ছেলে সাফা (৩)।
ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া এবং সুমন ইসলামেরে ছেলে সাফা সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাদের সেখানে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে তাদের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম কালবেলাকে বলেন, বাচ্চা দুটো অনেক ছোট। বিষয়টি আসলে দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।