ব্যস্ত সূচিতে ধকল কাটাতে বাড়তি সময় চেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে সেই চাওয়া পূরণ হলো না সিটিজেনদের। বাড়তি সময় চাওয়ার ক্লাবটির অনুরোধ ফিরিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ।
আগামী বছর নতুন ফরম্যাটে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এরপর বাড়তি কিছুদিন সময় পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শুরু সময় পেছানোর অনুরোধ করে ম্যানসিটি। ২০২৫-২৬ মৌসুমের প্রথম দুই ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ছিল ক্লাবটির।
তবে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা জানান, তাদের সেই দাবি রাখেনি ইপিএল কর্তৃপক্ষ। এ বিষয়ে লিগ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া চেয়ে অনুরোধ করে রয়টার্স। তবে তাৎক্ষণিক সেই অনুরোধে সাড়া দেয়নি ইপিএল।
আগামী বছর ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ফিফা ক্লাব বিশ্বকাপ। মাসব্যাপী এ টুর্নামেনে ইংল্যান্ড থেকে ম্যানসিটি ছাড়াও অংশ নেবে চেলসি। এরপর আগস্টে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।
ইউরোপীয় ক্লাব ফুটবলের ঠাসা সূচি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এক প্রতিবেদনে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংস্থা ফিফপ্রো জানায় কিছু খেলোয়াড় বিশ্রামের জন্য বছরে মাত্র ১২ শতাংশ সময় পাবেন।